অক্টোবর ১৮, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ১১টি মামলা হয়েছে। এতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রসহ প্রায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের একটি সূত্র জানায়, সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ অর্ধশত জনের নাম উল্লেখ করে একাধিক মামলা হয়েছে। এদের এক মামলায় অজ্ঞাতনামা ৫০০০/৭০০০ জন, অপর মামলায় অজ্ঞাত ৫০০/৬০০ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী বলেন, সাভারে ৮টি মামলা দায়ের হয়েছে, আর আশুলিয়া থানায় ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারের ব্যাপক সংসহিতার ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার উপজেলা প্রাণিসম্পদ অফিস, মার্কেট, হাসপাতাল, ট্রাফিক বক্সসহ কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মঙ্গলবার রাত পর্যন্ত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, রিকশা চালকসহ ৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক গুলিবিদ্ধ হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...