জানুয়ারি ১১, ২০২৫

জালিয়াতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ইসি সচিব শফিউল আজিম।

তিনি বলেন, ‘তারা দুজন (হারিছ ও জোসেফ) দুটি করে চারটি এনআইডি করেছে। এগুলো নিয়মকানুন না মেনে করা হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী এবং তদন্তের ভিত্তিতে এটি ব্লক করা হয়েছে।’

এতে হারিছ ও জোসেফ বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের আর কোনো সুবিধা পাবেন না।

এর আগে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড বানানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছিল ইসির এনআইডি শাখা। সেই কমিশনের তথ্যের ভিত্তিতে পরিচয়পত্রগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন।

হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...