জানুয়ারি ২২, ২০২৫

চট্টগ্রামে উত্তরা ব্যাংকের ৩০ কোটি টাকার ঋণখেলাপি মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

ঋণখেলাপিরা হলেন– সারোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের এমডি মুজিবুর রহমান, পরিচালক জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত আদেশে উল্লেখ করেন, ৩০ কোটি ৫৩ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে ২০২৩ সালের ২৬ নভেম্বর উত্তরা ব্যাংক এই অর্থঋণ মামলাটি করে। তারপর তারা সুদ মওকুফ সুবিধা নিয়ে ঋণ পুনঃতপশিল করেন। এর পরও তারা কোনো ঋণ পরিশোধ করেননি, উল্টো বিলাসী জীবনযাপনে লিপ্ত। তাই ব্যাংকের আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন।

 

 

 

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...