জানুয়ারি ২২, ২০২৫

করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ নানাভাবে আলোচিত।তার শোতে অতিথি হয়ে এসে বেকায়দায় পড়েছেন বলিপাড়ার বহু তারকা।

এ অনুষ্ঠানে তারকাদের এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয় যেগুলো তারা চাইলেও এড়িয়ে যেতে পারেন না।

আবার বেফাঁস মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হওয়ার ঘটনাও রয়েছে প্রচুর।

বলিউড অভিনেতা ইমরান হাশমি। বেশ কয়েক বছর আগে করণের শোতে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। সেই পর্বে ইমরান ঐশ্বরিয়াকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন। সম্প্রতি সেই প্রসঙ্গ টেনে নতুন করে শুরু হয়েছে চর্চা।

বিতর্কিত বিষয় হলেও খোলাখুলি কথা বলতে বরাবরই পছন্দ করেন অভিনেতা। ঠিক কোন কারণে ঐশ্বরিয়াকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন, তা নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে,‘কফি উইথ করণ’-এ করণের র‌্যাপিড ফায়ার প্রশ্নের মুখোমুখি পড়তে হয় অতিথিদের। ইমরানকে কয়েক জন বলিউড নায়িকার নাম বলা হয়েছিল। তাদের নাম শুনে ইমরানের প্রথম কোন জিনিসটি মনে আসে, সেটাই বলতে বলা হয়েছিল। ঐশ্বরিয়ার নাম শুনে ইমরান বলেছিলেন প্লাস্টিক। তার পর থেকেই নানা ভাবে বিষয়টি নিয়ে চর্চা আর সমালোচনা হয়েই চলেছে। সম্প্রতি সেই সমালোচনার জবাব দিলেন ইমরান। তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য আমি সচেতন ভাবে তখন করিনি। কোনো কিছু ভেবে বলিনি। সেই সময় যা মুখে আসে, সেটাই বলেছিলাম। কোনও কিছু ভেবে বলিনি।’

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...