জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেড উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির উৎপাদন গত ১২ ফেব্রুয়ারি থেকে বন্ধ আছে। কোম্পানির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডিএসই।

উৎপাদন বন্ধের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে উৎপাদ বন্ধ হলেও মেইনটেন্যান্সসহ অন্যান্য কার্যক্রম চালু আছে বলে জানিয়েছে কোম্পানিটি।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সাফকো স্পিনিংসহ আরও ২১ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি জারি করা বিএসইসির এক নির্দেশনার আলোকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...