নভেম্বর ১৪, ২০২৪

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ২০ লাখ ২৫ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৩৮ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৮৬ শতাংশ অবদান বিডি থাই অ্যালুমিনিয়ামের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশনের সপ্তাহজুড়ে ২৭ লাখ ৩০ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩১ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজের বিদায়ী সপ্তাহে ২ কোটি ৭ লাখ ৯৮ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটির মোট ১১৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৯৮ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৯৭ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯৪ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮২ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশেনের ৮০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮০ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকার এবং সি পার্ল রিসোর্টের ৭৭ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...