ডিসেম্বর ২৩, ২০২৪

গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৩০টির বা ৭.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল একহাজার ৮৫৬.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় একহাজার ৬৮৭.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬৮.৮০ টাকা বা ৯.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ৭.৫৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.০৬ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ২.৬৯ শতাংশ, বাটা সুর ২.১৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২.০২ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৭৯ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১.২২ শতাংশ, বার্জার পেইন্টসের ১.০৯ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.০১ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...