জানুয়ারি ১০, ২০২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। আগে থেকেই সেখানে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে আধাঘণ্টা সময় কাটিয়ে বের হয়ে যান এই অলরাউন্ডার।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন সাকিব। এসব আসনে এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...