ডিসেম্বর ২৭, ২০২৪

বাংলাদেশ-ভারত, বিশেষ করে বাংলাদেশ এবং উত্তরপূর্ব ভারতের পণ্যবাহী জাহাজ চলাচল আরও সহজ হতে চলেছে। এমনকী দুই দেশের বাণিজ্যিক কার্গো যাতায়াতের খরচ প্রায় ২০-২৫ শতাংশ কমতে চলছে। এ লক্ষ্যে ভারতের কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারটেক লিমিটেডের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গতকাল শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের মিলনায়তনে এ সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ও শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের পরিবহন বিভাগের ব্যবস্থাপক রাজহাঁস সই করেন। এ সময় কলকাতা শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড বর্তমানে চট্টগ্রাম বন্দরের দুটি বড় টার্মিনাল পরিচালনা করছে। বন্দরকেন্দ্রিক নানা সেবার সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...