জানুয়ারি ১০, ২০২৫

দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এসএম নুরুজ্জামান তানিমের শ্বশুর অবসরপ্রপ্ত মিলিটারি সদস্য আব্দুর রউফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও তিন মেয়ে এবং গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত অসুস্থতায় ভুগছিলেন।

তার মৃত্যূর খবর নিশ্চিত করে সাংবাদিক এসএম নুরুজ্জামান তানিম জানান, রোববার বাদ যোহর জানাজার নামাজ শেষে কোলা ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকায় নিজস্ব কবরস্থানে মরহুমের দাফন কার্যক্রম সম্পন্ন হবে।

প্রসঙ্গত, আব্দুর রউফ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের বন্দী ছিলেন। স্বাধীনতা পরবর্তী বন্দী বিনিময়ের সময় তিনি দেশে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৬ আগস্ট তিনি শান্তিরক্ষা মিশনে কুয়েতে যান। সেখানে সফলভাবে মিশন কার্যক্রম সম্পন্ন করে দেশে ফিরে আসেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...