জানুয়ারি ২২, ২০২৫

দেশের বিভিন্ন হাসপাতাল-মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’

এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকেন।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ অক্টেবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে (per1@hsd.gov.bd) পাঠাতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।

যেসব বিভাগের চিকিৎসকদের পদোন্নতি দেয়া হয়েছে: অর্থোপেডিক সার্জারি বিভাগের ২০ জন, ইএনটি বিভাগের ১৭ জন, মেডিসিন বিভাগের ৯ জন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের ৮ জন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ৮ জন, প্রস্থোডান্টিক্স বিভাগের ৬ জন, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগের ৬ জন, ডেন্টিস্ট্রি বিভাগের ৫ জন, অর্থোডন্টিক্স বিভাগের ৫ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৫ জন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ৫ জন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের ৪ জন, থোরাসিক সার্জারি বিভাগের ৪ জন, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ৩ জন, পেডিয়াট্রিক বিভাগের ২ জন ও অফথালমোলজি বিভাগের ২ জন।

এ ছাড়াও গাইনি অনকোলজি বিভাগের ১ জন, চর্ম ও যৌন বিভাগের ১ জন, ট্রপিক্যাল মেডিসিন বিভাগের ১ জন, প্যাথলজি বিভাগের ১ জন, বায়োকেমিস্ট্রি বিভাগের ১ জন, ভাইরোলজি বিভাগের ১ জন, মাইক্রোবায়োলজি বিভাগের ১ জন, রেডিওথেরাপি বিভাগের ১ জন ও সাইকিয়াট্রি বিভাগের ১ জন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...