ডিসেম্বর ২৩, ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গেলে তাকে যেতে দেয়া হয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আজকে বেলা আড়াইটায় আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিলো। বিমানবন্দরে যাওয়ার পরে ইমিগ্রেশনে বসিয়ে রাখা হয়। আমার সাথে আমার স্ত্রী ছিলেন। তাকে যেতে দেয়া হয়েছে অথচ আমাকে যেতে দেয়া হলো না। আমি অসুস্থ। ডাক্তারের পরামর্শে আমি দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য সব ঠিক করেছিলাম। কেনো যেতে দেয়া হলো না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ইমিগ্রেশন কিছুই বলতে পারেনি।

বুধবার দিল্লীর ফোরর্টিস হসপিটালে হাফিজ উদ্দিনের হাটুতে অস্ত্রোচপচারের তারিখ নির্ধারিত ছিলো।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংবাদিকদের কাছে বলেছিলেন মেজর হাফিজ উদ্দিনসহ অনেকে বিএনপি থেকে সরে দিয়ে নতুন দলে যোগ দিয়ে নির্বাচনে যাচ্ছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...