জানুয়ারি ২২, ২০২৫

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, এশিয়ায় বাংলাদেশ ভারতের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ। একটি সমৃদ্ধ বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

আজ রোববার (১৭ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতি আগের চেয়ে বেশি নির্ভরশীল। এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেভাবেই বর্ণনা করা হোক না কেন, আমি বিশ্বাস করি, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে। আর এ সম্পর্ক গভীর করেছে সন্ত্রাসের ক্ষেত্রে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি। ভবিষ্যতেও এ নীতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...