জানুয়ারি ১১, ২০২৫

সংসদ নির্বাচনে সব প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় দুঃখ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে দীর্ঘ সময়ের সম্পর্ক বিবেচনায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছে।

ব্রাসেলসের স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে ইইউ তাদের অবস্থান জানিয়েছে।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে ইইউ। এই নির্বাচনে সব প্রধান দল অংশগ্রহণ করেনি বলে ইইউ আফসোস করছে। ইইউ পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশের সঙ্গে ইইউর অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের দ্বারা প্রতিষ্ঠিত।

ইইউ বলছে, ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে স্বাগত জানাই। পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্বাচনী অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানাই।

বিবৃতিতে নির্বাচনকালে সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সময়ে সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে জোটটি।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন পরবর্তী সময়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নিয়ম মেনে চলা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে শ্রদ্ধা ও সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার উদ্বেগজনক।

রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়ন এবং দেশটির সম্ভাব্য জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করা অব্যাহত রাখার কথা বিবৃতিতে উল্লেখ করেছে ইইউ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...