ডিসেম্বর ২২, ২০২৪

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৮৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ৬৫ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.০৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৫ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩৩ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা, রবি আজিয়াটার ৩৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৩২ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৮ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা, টেকনো ড্রাগসের ২২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা, ইউনিলিভার কনজিউমারের ২০ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা এবং এবি ব্যাংক পিএলসির ১৯ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...