নভেম্বর ২৫, ২০২৪

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১০৫টির দর বেড়েছে, ২৭৮টির দর কমেছে, ১৫টির দর অপরিবর্তিত ছিল এবং ১৫টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামীক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৭.২৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩০.২১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২৪.৩৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ২২.৫২ শতাংশ, এবি ব্যাংকের ২২.২২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২২.২২ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২২.০০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেস্ট লিমিটেডের ২১.৪৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২১.৪৩ শতাংশ ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ২১.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...