নভেম্বর ২৪, ২০২৪

সড়কে নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করবে তিনশো ছাত্র। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর রাজারবাগে ১৫ দিনব্যাপি ট্রাফিক পক্ষের উদ্বোধন করার সময় একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাফিক পক্ষ সুন্দরভাবে আয়োজনে মহানগরবাসির সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভেঙ্গে পড়া ট্রাফিক ব্যবস্থা পুনর্গঠনে ও সড়ক শৃঙ্খলায় কাজ করেছে ছাত্ররা। অল্প সময়ে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এরপর রাজারবাগ থেকে একটি র‍্যালি নিয়ে সড়ক সচেতনতা মূলক লিফলেট বিতরন করে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...