জানুয়ারি ২২, ২০২৫

শ্রীলংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর ১ জুলাই শুরু হয়ে ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

শ্রীলংকার তিনটি ভেন্যু কলম্বো, ডাম্বুলা এবং ক্যান্ডিতে লংকান প্রিমিয়ার লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

লংকান প্রিমিয়ার লিগের নিলামে ক্রিকেট খেলুড়ে ২৪টি দেশের ৫০০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। নিলামের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এলপিএলের এবারের আসরে নাম দিয়েছেন বাংলাদেশের চার তারকা ক্রিকেটার। তারা হলেন- সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তারকা পেসার তাসকিন আহমেদ।

এলপিএলের নিলামে যেসব তারকা নাম নিবন্ধন করেছেন-

বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, ইশ সোধি, কলিন মুনরো ও মার্ক চ্যাপম্যান।

ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, জেসন বেহরেনডর্ফ, ওশানে থমাস, কিমো পল ও ফ্যাবিয়ান অ্যালেন।

দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্রিক্স, রিলি রুশো, রিশি ভেন দার ডুসেন ও লুঙ্গি এনগিডি।

এছাড়াও বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা নাম দিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...