গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দেওয়ার বিষয়ে শ্রম আপিলেট ট্রাইব্যুনালের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের জারি করা রুল আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আপিল আদালত।
সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসন ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেন।
আদালতে আজ শ্রমিকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও ব্যারিস্টার মো. গোলাম রাব্বানি শরীফ। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম আপিলেট ট্রাইব্যুনালের আদেশ বহাল থাকবে বলে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ১০ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। তাই আজ এ বিষয়ে শুনানি হয়।