ডিসেম্বর ২২, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত প্রকৌশল খাতে কোম্পানি এসএস স্টিলের উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এদিকে কোম্পানিটির আরেক করপোরেট পরিচালক একই পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এস.এস স্টিলের উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের হাতে থাকা ওই কোম্পানির ৬৭ লাখ ১৩ হাজার ৫০৬টি শেয়ার রয়েছে। এরমধ্য থেকে তিনি ৩০ লাখ শেয়ার বিক্রি করবেন। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে বিক্রি করা হবে।

এদিকে এস.এস স্টিলের কর্পোরেট পরিচালক এনজে হোল্ডিংস শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানিটির ওই করপোরেট পরিচালক ৩০ লাখ শেয়ার কিনবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে কেনা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...