সেপ্টেম্বর ২০, ২০২৪

যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত ইন্টারন্যাশাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপের ফল অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে ৭০ শতাংশ বাংলাদেশি সন্তুষ্ট। এরমধ্যে ৩০ শতাংশ বাংলাদেশি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই ভালো করছেন। ৪০ শতাংশের অভিমত, কিছুটা ভালো করছেন। ৫৩ শতাংশের মতে, দেশ ভুল পথে যাচ্ছে; এদের ৫০ শতাংশ এ জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে দায়ী করেছেন।

মঙ্গলবার আইআরআইর ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ শীর্ষক এই জরিপের ফল প্রকাশ করা হয়। গত ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ৬৪ জেলায় ১৮ বছরের বেশি বয়সী ৫ হাজার মানুষ এ জরিপে অংশ নেন।

ক্ষমতায় আসার পর থেকে দেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কারণেই ৭০ ভাগ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভালো কাজ করছেন’। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক আইআরআই জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া অংশগ্রহণকারীদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়।

২০১৮ সালের তুলনায় চলতি বছর ৪ শতাংশ বেশি অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এমন মত দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, দেশ জুড়ে অবকাঠামোগত উন্নয়ন এবং কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সরকার সাফল্যের কারণে মানুষের সমর্থন বেড়েছে। জরিপে দেখা যায়, বিভিন্ন খাতে সরকারের অভূতপূর্ব সফলতায় সবসময়ই দল হিসেবে আওয়ামী লীগ সহযোগী ভূমিকা রেখেছে।

মার্চ থেকে এপ্রিল ২০২৩ সালের মধ্যে পরিচালিত বাংলাদেশের জাতীয় সমীক্ষার ফলাফল আইআরআই তাদের ওয়েবসাইটে পোস্ট করে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রমের কারণেও আওয়ামী লীগের প্রতি ‘বেশি’ সমর্থন তৈরি হয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়।

জরিপ অনুসারে দেশের সড়ক, মহাসড়ক ও সেতুতে এই সময়ে ৮৭ শতাংশ উন্নয়ন হয়েছে। দেশের ৮৬ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে। দেশের ৮৪ শতাংশ মানুষ সার্বক্ষণিক বিদ্যুৎ পাচ্ছে। এ ছাড়া ৭৭% নাগরিক মানসম্পন্ন স্বাস্থ্য সেবা পাচ্ছে। সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে এসব সম্ভব হয়েছে বলেও জরিপে উঠে এসেছে।

জরিপে আরও উঠে এসেছে, দেশের বেশিরভাগ নাগরিক মনে করেন দেশ ভুল পথে চালিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকার জনগণের সমর্থন ধরে রাখতে পেরেছে। তবে এর সঙ্গে বিরোধী দলের প্রতি সমর্থন বাড়ছে।

অপরদিকে বেশিরভাগ বাংলাদেশি বর্তমান সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন। জরিপে অংশ নেওয়াদের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন

কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্ঠ থাকলেও আগের তুলনায় বিরোধী দলের সমর্থন অনেক বেড়েছে। ২০১৯ সালে যেখানে বিরোধী দলের প্রতি মানুষের সমর্থন ছিল ৩৬ শতাংশ। সেটি এখন বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিও উঠে এসেছে এ জরিপে। এতে অংশ নেওয়া বেশিরভাগ (৯২ শতাংশ) বলেছেন, যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের উন্নতি হয় তাহলে তারা ভোট দিতে যাবেন। এই ৯২ শতাংশের মধ্যে ৫৭ শতাংশ বলেছেন তারা ভোটাধিকার প্রয়োগ করবেনই।

যারা ভোট দিতে যাবেন না তারা বলেছেন, ভোটে কারচুপি এবং ভোটের রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট কারণে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন না।

এছাড়া ৪৪ শতাংশ মানুষ বলেছেন তারা চান দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক। তবে আবার অনেকে বলেছেন নির্বাচনকালীন সরকার যাই হোক— তারা চান বিরোধী দল নির্বাচনে আসুক।

আরআরআইয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক স্টিভ সিমা বলেছেন, ‘এটি আশাজনক যে মানুষ অবাধ, সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চান। এই জরিপের ফলাফলে উঠে এসেছে বাংলাদেশিরা আগামী শীতের নির্বাচনে সত্যিকার অর্থে নিজেদের ইচ্ছার প্রতিফলন দেখতে চান।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *