জানুয়ারি ২৪, ২০২৫

পুঁজিবাজারে চলমান মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে দেশের শীর্ষ ব্রোকার হাউজের সঙ্গে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (০৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিএসইসির কার্যালয়ে শীর্ষ ২০ ব্রোকার হাউজের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...