সেপ্টেম্বর ২০, ২০২৪

প্রতিটি শেয়ারে যে সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস বেঁধে দেয়া হয়েছে, সেটি আপাতত তুলে নেয়ার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

একটি সংবাদকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরলে তিনি এমনটি জানান। তিনি আরও বলেন শীঘ্রই মানে তো কালকে নয় ,নির্বাচনের পর সামগ্রিক অর্থনীতি স্বাভাবিক হলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করেই ধাপে ধাপে ফ্লোর প্রাইস তোলা হবে। আগামী দ্বাদশ নির্বাচনের পর পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি পাবে বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন তিনি।

বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া ও শেয়ারবাজারে পতন ঠেকাতে গত চার বছরে তিন দফা শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে। টানা দরপতন ঠেকাতে গত বছরের ২৮ জুলাই শেয়ারবাজারে পুনরায় ফ্লোর প্রাইস চালু করে বিএসইসি। ফ্লোর প্রাইস কার্যকরের প্রথম দিনই (৩১ জুলাই) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়। সেদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও ফ্লোর প্রাইস জারির প্রথম সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ২১ হাজার কোটি টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *