জানুয়ারি ২২, ২০২৫

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়- শীঘ্রই দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আগামী মাসের শুরুতে দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ড সফরে স্বাগতিক দলের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমরা।

আসন্ন এই দুটি সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করবে পাকিস্তান। ধারণা করা হচ্ছে, সেই দল থেকেই বিশ্বকাপের জন্য ১৫ জনকে চূড়ান্ত করবে পিসিবি।

মে মাসের ১ তারিখের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার ডেটলাইন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ২৫ মে’র আগে দলে পরিবর্তন করা যাবে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে পাকিস্তানের খেলার সূচি
পাকিস্তান-আয়ারল্যান্ড
১০ মে: ক্লোনটার্ফে প্রথম টি-টোয়েন্টি
১২ মে: ক্লোনটার্ফে দ্বিতীয় টি-টোয়েন্টি
১৪ মে: ক্লোনটার্ফে তৃতীয় টি-টোয়েন্টি।

পাকিস্তান-ইংল্যান্ড
২২ মে: লিডসে প্রথম টি-টোয়েন্টি
২৫ মে: বার্মিংহামে দ্বিতীয় টি-টোয়েন্টি
২৮ মে: কার্ডিফে তৃতীয় টি-টোয়েন্টি
৩০ মে: ওভালে চতুর্থ টি-টোয়েন্টি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...