ডিসেম্বর ২৩, ২০২৪

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন। অন্যথায় ৪৮ ঘণ্টা পর ইউনাইটেড হাসপাতাল ঘেরাও করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই আল্টিমেটামের ঘোষণা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত এনেস্থিসিয়া প্রয়োগে আয়ানের মৃত্যু হয়েছে। আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা না হলে ইউনাইটেড হাসপাতাল ঘেরাও করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...