জানুয়ারি ২৩, ২০২৫

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কার্যকর রাখতে আগামী বছর থেকে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

রোজায় স্কুল খোলা রাখা নিয়ে অপপ্রচার বন্ধ করতেই নতুন এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘আমাদের ৫২ সপ্তাহের মধ্যে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে সমন্বয় করা যায়, তাহলে রমজানকে ঘিরে স্কুল খোলা রাখা নিয়ে যারা এই অপপ্রয়াস চালাচ্ছে তাদের সেই অপপ্রয়াস বন্ধ করতে পারি।’

মঙ্গলবার (২৬ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমরা যার যার ধর্ম সে সে পালন করব। আপনারা দেখেছেন এই রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে কী ধরনের অপপ্রচার হয়েছে। এ মহল আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে, মিথ্যা তথ্য দিয়ে রায় নিয়ে এসে যাতে বিশৃঙ্খলা এবং রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে, সে বিষয়ে আমরা কাজ করব। আমরা সংবেদনশীলতার জায়গায় অবশ্যই শ্রদ্ধাশীল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। এসব মানুষের মধ্যে এক ধরনের মানুষ রয়েছে যারা অবিশ্বাস, সহিংসতামূলক মনোভাব এবং শ্রেষ্ঠত্বমূলক মনোভাব সৃষ্টি করে বিভিন্ন সময় অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চায়। পাঠ্যক্রম থেকে শুরু করে পাঠ্যবইকেও ওসিলা বানিয়ে তারা এসব অস্থিতিশীলতা তৈরি করে। আমরা অনেক ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথেও আলোচনা করেছি।’

মন্ত্রী আরও বলেন, ‘তারা আমাদের অনেক উপদেশ দিয়েছেন যাতে কেউ কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করার প্রয়াসই করতে না পারে। আমরা সকল বিষয়গুলো আরও কেয়ারফুলি দেখব। সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে এমন ইঙ্গিত পেলেও সেটা নিরসন করা হবে। এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের গোঁড়ামির দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...