ডিসেম্বর ২৩, ২০২৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে সম্ভবত যোগ দিচ্ছেন না। বিষয়টির সাথে সংশ্লিষ্ট ভারত ও চীনের সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

দুই ভারতীয় কর্মকর্তা, জানিয়েছেন, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং নয়াদিল্লিতে ৯ থেকে ১০ সেপ্টেম্বরের বৈঠকে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।

ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

কেন শি জিনপিং ভারতে জি-২০ সম্মেলনে যোগ দিবেন না তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়ে যাওয়া ব্রিকস সম্মেলনে শি ও মোদির মধ্যে কথা হয়েছে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে শি জিনপিংকে জানিয়েছিলেন, লাদাখে শান্তি ফেরাতে দুই দেশকেই তৎপর হতে হবে। কিন্তু তারপরেই চীন তাদের মানচিত্রে আকসাই চীন ও অরুণাচলকে অন্তর্ভুক্ত করে। সেটা নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...