নভেম্বর ২৭, ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আগামী ৫ থেকে ৭ মে তিনদিন তিন ঘণ্টা করে বন্ধ থাকবে। বিমানবন্দরের রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের কারণে কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

শনিবার (৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, ওই তিনদিন রাত ১২টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত সকল রুটের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই সময় রানওয়ের মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে।

বিমানবন্দর সূত্রগুলো বলছে, ওই সময়টুকুতে অনেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট থাকে। এতে বিপাকে পড়েছেন তারা। তবে তাদেরকে সময় আগে পিছে করে নেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এমন ঘটনা ঘটেছিল। সেই সময় ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে জন্য রানওয়ে বন্ধ রাখা হয়েছিল। মূলত সেন্ট্রাল লাইনে বাড়তি লাইট স্থাপনের জন্য ২ মাস ৫ ঘণ্টা করে রানওয়েতে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...