‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে অবস্থান করছেন শাকিব খান। সেখানে বলিউডের প্রভাবশালী নির্মাতা মহেশ ভাটের সঙ্গে দেখা হয়েছে তার।
মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন শাকিব খান, পাশেই অন্য একটি সেটে ছিলেন মহেশ ভাট। ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির সঙ্গে সখ্য রয়েছে এই বলিউড পরিচালকের। তার মাধ্যমে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের খবর পেয়ে সেটে আসেন তিনি।
সেখানে শাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেন মহেশ ভাট। যাওয়ার সময় শাকিব খানকে বুকে টেনে নেন বলিউডের এই আলোচিত নির্মাতা।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে শাকিব খানের ব্যবস্থাপক মনির জামান একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘মহেশ ভাট এসে শাকিব খানের সঙ্গে শুটিং সেটে বসে আড্ডা দিয়েছেন। বাংলাদেশের সিনেমা নিয়ে দুজনের কথা হয়েছে। বেরিয়ে যাওয়ার আগে তিনি শাকিব খানকে দাওয়াত দিয়েছেন।’
শাকিব খান এবং ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে মহেশ ভাটের বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে শাকিব খান ও মেহেদী হাসানের সঙ্গে মহেশ ভাটের হৃদ্যতা ফুটে উঠেছে।
প্রসঙ্গত, অ্যাকশন ও রোমান্টিক ঘরানার ‘বরবাদ’ সিনেমা আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।