জানুয়ারি ১১, ২০২৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্যখাতের প্রতিষ্ঠান ফু- ওয়াং ফুড লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে এসেছে। আজ বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৬ কোটি ৮২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্লের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৪ লাখ টাকার।

২০ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে পাইওনির ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনালী পেপার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, লিগ্যাসী ফুটওয়্যার এবং ইয়াকিন পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...