ডিসেম্বর ২৪, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ বৃহস্পতিবার ৩১ আগস্ট (ডিএসই) ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ১৬৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৫৭ কোটি ৪১ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের আজ ৩২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়াও আজ লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, এমারেল্ড অয়েল, সি পার্ল রিসোর্ট, আরডি ফুড, খান ব্রাদার্স, জেমিনি সি ফুড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...