ডিসেম্বর ২৪, ২০২৪

দেশের পুঁজিবাজারের সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড। এদিন ৪২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

আজ রোববার ২৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ডিএসইতে ফু-ওয়াং ফুডের ৯১ লাখ ৬৬ হাজার ৪০৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩১ কোটি ৮৭ লাখ টাকা  ।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের আজ ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৭ লাখ টাকার।

সোনালী পেপারের আজ ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সি পার্ল বিচ রিসোর্টের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ১৫ কোটি ৮৯ লাখ টাকা।

এছাড়াও মিরাকল ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৬২ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১২ কোটি ৭ লাখ, লাফার্জহোলসিমের ১২ কোটি ৭ লাখ, এডিএন টেলিকমের ১০ কোটি ৩৪ লাখ এবং জেএমআই হসপিটালের ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...