জানুয়ারি ২৩, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ২৪ লাখ ৯২ হাজার টাকার।

২২ কোটি ৫৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু ফেব্রিকস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, আইটি কনসালটান্টস, ব্রাক ব্যাংক, সেন্ট্রাল ইন্সুরেন্স, ফু-ওয়াং সিরামিক এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...