ডিসেম্বর ২৫, ২০২৪

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন আজ শুরু হয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে ওষুধ খাতের কোম্পানি হিসেবে ‘‌এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে কোম্পানিটির শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ASIATICLAB”। আর কোম্পানি কোড ১৮৪৯৮। কোম্পানিটি ‘ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস’ খাতে তালিকাভুক্ত হয়েছে।

এর আগে বিএসইসির ৮৩৭তম কমিশন সভায় এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতির আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি।

তবে গত বছরের ১৫ জানুয়ারি ওষুধ খাতের কোম্পানিটির সম্পদের ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন ওঠায় সাবস্ক্রিপশন প্রক্রিয়া স্থগিত করে বিএসইসি। এরপর গত ২৮ নভেম্বর বিএসইসির ৮৮৯তম কমিশন সভায় আলোচ্য স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...