আগস্ট ১৬, ২০২৫

টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিমেন্ট ক্যাম্পের একজন রোহিঙ্গাকে অস্ত্রসহ কক্সবাজারে আটক করেছে র‍্যাব-১৫

শনিবার (৮ এপ্রিল) অনুমান দুপুর দেড়টার দিকে র‍্যাব-১৫ তাকে আটক করে। র‍্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‍্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মহেশখালী থেকে অস্ত্র-গোলাবারুদ নিয়ে একজন লোক রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের কে সরবরাহ উদ্দেশ্য রওনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ একটি আভিযানিক দল কক্সবাজার শহরের বাহার ছাড়া এলাকায় পৌঁছালে একজন ব্যক্তি র‍্যাবের উপস্থিতিতি বুঝতে পেরে প্লাস্টিকের ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। সেই সময় র‍্যাব সদস্যরা মোঃ আরিফ (২৭) নামের একজন রোহিঙ্গা কে আটক করে। আটককৃত আসামির হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর হতে ৩টি ওয়ান শুটার গান, ১ টি থ্রি কোয়ার্টার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি মোবাইল ও নগদ টাকা সহ তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসা বাঁধে উক্ত রোহিঙ্গা বলে সে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করে থাকে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মর্মে জানা যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...