জানুয়ারি ২২, ২০২৫

রোহিঙ্গা সংকট সমাধানে আবারও চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (জুন ২৪) সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও।

এ সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী চীনের সহযোগিতা চেয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট যেন এ ব্যাপারে আন্তরিকভাবে উদ্যোগ নেন।

লিও জিয়ানচাওকে প্রধানমন্ত্রী তাঁর এই বিশেষ বার্তা চীনের প্রেসিডেন্টের কাছে পৌঁছে দিতে বলেন।

দীর্ঘদিনেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এই (সমাধান) অনিশ্চয়তার জন্য আমরা খুবই দুঃশ্চিন্তাগ্রস্ত।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’, আমরা জাতির পিতা প্রবর্তিত এই প্রবর্তিত পররাষ্ট্রনীতির ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...