প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স নিরাপদে ও বৈধ উপায়ে দেশে আনতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি নগদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। বুধবার (১২ এপ্রিল) আইএফআইসি টাওয়ারে এ চুক্তিসাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ্ এ সারওয়ার এবং নগদের পক্ষে নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানের শুরুতেই নগদের কর্মকর্তাদের আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইন্টারন্যাশনাল ব্যাংকিং’র হেড অব করেসপন্ডেন্ট অ্যান্ড নেইবারহুড ব্যাংকিং মোঃ জুলফিকার আলী চাকদার। চুক্তিসাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় বিদেশ থেকে আইএফআইসি ব্যাংকের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের অর্থ সপ্তাহের ৭ দিনই ২৪ ঘণ্টার যে কোন সময়ে নগদে ওয়ালেটে গ্রহণ করা যাবে।