ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র ট্রাস্টি কমিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানি বিদায়ী বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯.৫০ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ৯৮.০ টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। বাকি অর্থ কোম্পানির রিজার্ভে রাখা হবে।

এর আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭১.০৩ পয়সা। সেখান থেকে ১৬৫.০ টাকা করে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। অর্থাৎ আগের বছরের চেয়ে শেয়ার প্রতি সাড়ে ৬৭.০ টাকা লভ্যাংশ কম দিতে যাচ্ছে তারা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...