জানুয়ারি ১০, ২০২৫

শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান (এএমসি) রেইস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় পরিচালিত চার মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ড দুটি হচ্ছে- পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর ট্রাস্টি সভা করবে ফান্ডগুলো। জানা যায়, পপুলার লাইফ মিউচুয়াল ফান্ডের ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায়; পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বিকাল ৩টা ১০ মিনিটে; ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৩টা ২০ মিনিটে এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বিকাল সাড়ে ৩টায় ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...