ডিসেম্বর ২২, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় লাশের গোসল করানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে । দগ্ধরা হলেন- জুম্মন (৩০), মো. সেমিন (২২), কবির (৪০) ও মিরাজ(২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দগ্ধ চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে জুম্মনের শরীরের ২০ শতাংশ, মো. কবিরের শরীরের ৫ শতাংশ, সেমিনের ৫ শতাংশ ও মো. মিরাজের শরীরের চার শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা হাসি বেগম বলেন, আমাদের এলাকার ইয়াজউদ্দিন নামে একজন মুক্তিযোদ্ধা মারা যাওয়ায় তাকে মাগরিবের নামাজের পর গোসল দেওয়ার কাজ চলছিল। আমাদের এলাকার একটি সংগঠনের কয়েকজন ছেলেরাই সাধারণত এই দায়িত্ব পালন করে। আজও তারা এই দায়িত্ব পালন করছিল। একটি মশারি টানিয়ে মৃত মুক্তিযোদ্ধাকে গোসলের কাজ করছিলেন ওই চারজন। যখন তারা আগরবাতি জ্বালাতে গিয়েছিল তখনই গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...