জানুয়ারি ১১, ২০২৫

মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিতব্য ‘এশিয়া প্যাসিফিক রিজনাল কনফারেন্স অন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট- ২০২৪’ এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

আজ শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ার ওয়েস ইন্টারন্যাশনাল (টিজি- ৩২২) এর একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় পেনাংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রতিমন্ত্রীর আগামী ২৮ মে মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দিবেন।

সম্মেলনে যোগ দিতে প্রতিমন্ত্রীর সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসা. ফেরদৌসী বেগম এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মোস্তাফিজার রহমান তার সফর সঙ্গী হয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...