ডিসেম্বর ২৩, ২০২৪

তুরস্কে সম্মেলন চলাকালে রাশিয়ার একজন প্রতিনিধির মুখে ঘুষি মেরেছেন ইউক্রেনের একজন এমপি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয় ওই এমপি নিজ দেশের পতাকা প্রদর্শন করার সময় রাশিয়ার প্রতিনিধি সেটি ছিনিয়ে নিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেন। এরপর ইউক্রেনীয় এমপি পেছন থেকে ধেয়ে এসে রাশিয়ার প্রতিনিধিকে ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে নিজ দেশের পতাকা উদ্ধার করেন।

সম্মেলনের নিরাপত্তা কর্মকর্তারা এসে ইউক্রেনের এমপিকে নিবৃত্ত করেন। গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কো-অপারেশন (পিএবিএসইসি) এর সাধারণ অধিবেশন চলার সময় এটি ঘটেছে।

রুশ প্রতিনিধির নাম জানা যায়নি। ইউক্রেনের এমপির নাম অলেকসান্দার মারিকোভস্কি। মারিকোভস্কি নিজের ফেসবুক একাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন।তিনি ক্যাপশনে লিখেছেন, নোংরা রাশিয়ান। আমাদের পতাকায় হাত দেওয়া থেকে দূরে থাক, ইউক্রেন থেকে দূরে থাক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...