জানুয়ারি ২৩, ২০২৫

গাজা থেকে দুই রুশ নারীকে মুক্তি দেওয়ায় ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের ক্রমাগত আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আমরা হামাস আন্দোলনের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আমরা গাজা উপত্যকায় আটক বাকি রাশিয়ানদের দ্রুত মুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক পশ্চিমা দেশের মতো রাশিয়া হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে স্বীকৃতি দেয় না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। মস্কো ইসরাইল ও ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপরই ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়। পশ্চিমারা হামাসের নিন্দা জানালেও; রাশিয়া এখন পর্যন্ত নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এর বদলে হামাসের জ্যেষ্ঠ নেতাদের রাজধানী মস্কোতে বৈঠকের জন্য ডেকেছিল তারা।

হামাসের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরাইলকে যুক্তরাষ্ট্র যেভাবে বিনা শর্তে অস্ত্র ও সহায়তা দিয়ে গেছে; সেটির বিরুদ্ধেও অবস্থান নিয়েছে রাশিয়া।

এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছে মস্কো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...