জানুয়ারি ২২, ২০২৫

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরি করে পালানোর সময় আটকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কেন্দ্রের নিরাপত্তাকর্মীরা। এ সময় ব্যাটালিয়ন আনসার সদস্যসহ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের উত্তর-পশ্চিম কোনের (মেটেরিয়াল ইয়ার্ড) ৩নং টাওয়ার (ডিউটি পোস্ট) এলাকায় ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসএসএসএলের নিরাপত্তা সুপারভাইজার আকরাম (৫৫), সাইদুল ইসলাম (৩৭), মিন্টু বৈরাগী (৪০) ব্রজেন মণ্ডল (৩০) ও আনসার ব্যাটালিয়নের হাবিলদার কামাল পাশা (৩৮)। তাদের উদ্ধার করে প্রথমে বিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়াতে ব্রজেন মণ্ডল ও আনসার সদস্য কামাল পাশাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেড (এসএসএসএল) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনার সময় বিদ্যুৎ কেন্দ্রের ওই এলাকাতে দায়িত্বে ছিলেন। কয়েকজনকে রড, স্কার্ভসহ বিভিন্ন মালামাল নিয়ে যেতে দেখেন। তাদের আটকাতে গেলে নিরাপত্তাকর্মীদের ওপর দল বেঁধে হামলা করে।

আহতদের প্রত্যেকের শরীরের এলোপাথাড়ি মারধরে জখম রয়েছে জানিয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রুহুল আমিন সজিব বলেন, রাত ১টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজনের মাথা গভীর ক্ষত থাকাতে খুলনায় রেফার্ড করা হয়েছে। অন্যদের এখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, রাতে প্লান্টের ৫ ইয়ার্ডে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বাধা দিলে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা হয়। এতে ৫ জন আহত হয়েছেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এসএসএসএলের নিরাপত্তা সুপারভাইজার আকরাম হোসেন বলেন, কেন্দ্রের উত্তর-পশ্চিম কোনের ৩নং টাওয়ার (ডিউটি পোস্ট) এলাকায় কয়েকজনকে কিছু স্কার্ভ ও রড নিয়ে পালাতে দেখে বাধা দিতে যায় তারা। এ সময় দুই দিক দিয়ে ৫০-৬০ জন সঙ্ঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করে। এলোপাতাড়ি মারধর করে তাদের আটকে রেখে পাশের মেটেরিয়াল ইয়ার্ড থেকে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন আনসার সদস্যরা এলে তাদের ওপরও হামলা করে। এ সময় একজন আনসার সদস্যকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে আরও আনসার ও পুলিশ সদস্যরা এসে গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আর বলেন, ৩নং টাওয়ার এলাকার পাশের তাঁরকাটার বেড়া। হামলাকারীরা ওই বেড়া কেটে মালামাল নিতে রাতে ঝোপ-ঝাড়ের জঙ্গল পেরিয়ে ভেতরে প্রবেশ করে। তারা লোহার রড, বিভিন্ন স্কার্ভসহ বেশকিছু মালামালও নিয়ে গেছে।

৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্লা আবু সাইদ বলেন, বেসরকারি নিরাপত্তা কর্মীদের ওপর হামলার খবর পেয়ে আনসার সদস্যরা এগিয়ে যায়। এ সময় তাদের ওপর হামলা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। আমাদের একজন সদস্য আহত হয়েছেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিক কাজ করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...