জানুয়ারি ২৩, ২০২৫

ঢাকাই সিনেমার নবাগত অভিনেত্রী রাজ রীপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত কাজ করছেন। এবার একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হলেন রাজ রীপা।

ফেসপাউডারের বিজ্ঞাপন প্রসঙ্গে রাজ রীপা বলেন, ‘নতুন এই বিজ্ঞাপনটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং কাজ ছিল। কারণ এর আগে গ্রামের এক মেয়ের চরিত্রে কাজ করেছিলাম; যেখানে কোনো গ্ল্যামার ছিল না। এবার গ্ল্যামার লুকে আমাকে উপস্থাপন করা হয়েছে। নিজের সেরাটা দিয়ে কাজটি করেছি। এই ফেসপাউডারের বিজ্ঞাপন দেখে কোম্পানির সবাই ও ডিরেক্টর প্রশংসা করেছেন। এটা দেখেই আমি খুশি। মনে হচ্ছে যে, না আমি পেরেছি। তাই সামনে গ্ল্যামারের কাজগুলো করব।’

এর আগেও বেশ কিছু কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছেন রাজ রীপা। ২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন রাজ রীপা। মুক্তির অপেক্ষায় রয়েছেন তার ‘মুক্তি’ ও ‘ময়না’ শিরোনামের দুটো সিনেমা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...