জানুয়ারি ২৩, ২০২৫

রমজান মাস উপলক্ষ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

শ‌নিবার (৯ মার্চ) ঢাকায় ভারতীয় হাইক‌মিশন তাদের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে।

ভারতীয় হাইক‌মিশন জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম
বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস
বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া অবস্থিত। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ভারতীয় ভিসা আবেদন সেন্টার।

এসব ভিসা সেন্টারে সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। গতবছরও রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছিল ভারতীয় হাইকমিশন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...