![](https://thebiz24.com/wp-content/uploads/2023/10/bd-bank-1.png)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আগামী ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ এবং লক্ষ্মীপুর-৩ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকায় সেদিন ব্যাংক বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ এবং লক্ষ্মীপুর-৩ শূন্য আসনে নির্বাচন আগামী ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে জনপ্রশাসন মন্ত্রণালয় সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করায় ওই সব এলাকায় সেদিন ব্যাংক বন্ধ থাকবে।
আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপশাখা বন্ধ থাকবে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমকে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। অপরদিকে লক্ষ্মীপুর-৩ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম ফারুক।