নভেম্বর ২৬, ২০২৪

ভারতের কাছে ৫০ রানে হারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু আজ রোববার ভোরের ম্যাচে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় সুপার এইটে গ্রুপ ‘১’-এর সমীকরণ জমে উঠেছে।

বিদায় ‘দেখে ফেলা’ বাংলাদেশ এখন আবার কিছুটা আশার কিরণ দেখছে। আজ অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দিলে অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। তবে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় তাদের ভাগ্য ঝুলে গেছে, কিন্তু সেমির টিকিট কাটা হয়ে গেছে ভারতের।

এখন গ্রুপের অন্য সেমিফাইনাল স্পটটির জন্য লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। এই তিন দলের মধ্যে বাংলাদেশ বাদে বাকি দুই দলের দুই ম্যাচে একটি করে জয় আছে, তবে বাংলাদেশ দুটিতেই হেরেছে। তাই বাংলাদেশের সেমিফাইনালে খেলার পথটি যে বাকি দুই দলের চেয়ে অনেক কঠিন, তা না বললেও চলে।

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। আর সেটা করতে হবে কমপক্ষে ৩১ রানের ব্যবধানে। অন্যদিকে আশা করতে হবে, ভারত যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রানের ব্যবধানে জিতে যায়। কঠিন এই সমীকরণ মিললেই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছে যাবে বাংলাদেশ।

তবে সুপার এইটের প্রথম দুই ম্যাচে যেমন হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ, তাতে শেষ ম্যাচে আফগানিস্তানের সামনে কঠিন চ্যালেঞ্জেই পড়ার কথা নাজমুল হোসেন শান্তর দলে। অস্ট্রেলিয়াকে হারিয়ে যে আফগানদের আত্মবিশ্বাস এখন টগবগে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...