পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নগরী নিউইয়র্কের ম্যানহাটানে লিয়াজোঁ অফিস খুলছে । কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভা হয়। ওই সভায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে কার্যালয় খোলার বিষয়টি অনুমোদিত হয়।
LankaBangla securites single page
কোম্পানি সূত্রে জানা যায়, ম্যানহাটানের ১ হাজার ৫৬ বর্গফুটের একটি লিয়াজোঁ কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি। কার্যালয় ভাড়া, পরিষেবা বিল ও অন্যান্য খরচসহ এই কার্যালয়ের পেছনে মাসে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। বর্তমান বিনিময় হারে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছয় লাখ টাকা।
কোম্পানিটি বলছে, বিদ্যমান বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং বাজার সম্প্রসারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির বিদেশি ক্রেতারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল।
কোম্পানিটি আরো বলছে, নিজস্ব কার্যালয় স্থাপন করা হলে তাতে ক্রেতাদের সঙ্গে যেমন যোগাযোগ বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্রের বাজারে এনভয়ের বাজার সম্প্রসারণের কাজটিও সহজ হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার যথাযথ অনুমোদনের ভিত্তিতে কার্যালয় খোলার কাজটি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে কোম্পানিটি।
প্রসঙ্গত, এনভয় টেক্সটাইল ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এটি দেশের পরিবেশবান্ধব কারখানাগুলোর মধ্যে একটি। সর্বশেষ গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এদিকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এদিন দুপুর ১০টায় লেনদেন শুরুর আড়াই ঘণ্টা অর্থাৎ সাড়ে ১২ টায় ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯০ পয়সা বা ২ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩০ পয়সায়।