জানুয়ারি ২২, ২০২৫

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে সরব তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সাদিয়া আয়মান। কয়েকদিন আগে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে বিটিভি ভবন পরিদর্শনে যাওয়ায় ফেরদৌস আহমেদ, শমী কায়সারদের মতো শিল্পীদের প্রতি ফেসবুকে ক্ষোভ ঝেরেছিলেন তিনি।

এবার মোবাইল ইন্টারনেট ফের বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সাদিয়া আয়মান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পারে শুরু ইন্টারনেট-ই বন্ধ করতে! এর আগেও তো বন্ধ করেছে, লাভ হয়েছে কোনো? হয় নাই, হবেও না। সাধারণ মানুষের ক্ষমতার ব্যাপারে তো এতদিনে একটু হলেও ধারণা হওয়ার কথা যে এরা একেকটা আগুন।’

এর আগে গত ২ আগস্ট বিটিভি ভবন পরিদর্শনে শিল্পীদের উদ্দেশ করে এই অভিনেত্রী ফেসবুকে লিখেছিলেন, ‘একসময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন। অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সঙ্গে বিটিভি কেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক। কিন্তু! এতোগুলো ছাত্র, ছাত্রী, শিশু, মা, বোন, সাধারণ মানুষ যে মারা গেল তা নিয়ে একবারও কিচ্ছু বললেন না! একবারো দুঃখ প্রকাশ করলেন না। নিজেদের লাভ লস চিন্তা করে, ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন এগুলো সারাজীবন আর্কাইভে তো থাকবেই, আমাদের মনেও থেকে যাবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে শিল্পীসমাজে বিভক্তি লক্ষ্য করা গেছে। গত শুক্রবার (২ আগস্ট) ফেরদৌস-শমী কায়সারসহ কিছু শিল্পী বিটিভি ভবনে ক্ষয়ক্ষতি দেখতে যান। একই দিনে রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে পথে নামেন মামুনুর রশিদ, মোশাররফ করিম, আজমেরি হক বাঁধনসহ দৃশ্যমাধ্যমের একঝাঁক শিল্পী ও কলাকুশলী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...